নিকিতা গান্ধীর শো দেখতে গিয়ে পদপিষ্ট, মৃত ৪, শোকপ্রকাশ গায়িকার

আনুষ্ঠানিক বিবৃতিতে বলিউডের এই গায়িকা জানান তাঁর 'হৃদয় ভেঙে গিয়ছে'।

Must read

কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (CUSAT) শনিবার সন্ধ্যায় একটি সঙ্গীত কনসার্ট চলাকালীন পদদলিত হয়ে চার শিক্ষার্থী নিহত এবং কমপক্ষে ৬৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। সূত্রের খবর, হাসপাতালে আনার সময় চারজন ছাত্রম দুটি মেয়ে ও দুটি ছেলে মারা যায়। তাদের মধ্যে তিনজন ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র, অথুল থামপি, অ্যান রুফতা এবং সান্দ্রা থমাস।

আরও পড়ুন-ত্রাতা মহম্মদ শামি, নৈনিতালে দুর্ঘটনাগ্রস্থ যুবকের প্রাণ বাঁচালেন

এদিনের অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল কলকাতার মেয়ে নিকিতা গান্ধীর গান। এদিন তাঁর গান শুনতে উপচে পড়েছিল ভিড়। মিউজিক কনসার্টে হঠাৎ বৃষ্টি নামার ফলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই অবস্থায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় চার পড়ুয়ার। আহত হয়েছে কমপক্ষে ৬৪ জন, যার মধ্যে দু-জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। উল্লেখ্য, অনুষ্ঠান করতে এসে এমন ঘটনায় ভেঙে পড়েছেন নিকিতা। আনুষ্ঠানিক বিবৃতিতে বলিউডের এই গায়িকা জানান তাঁর ‘হৃদয় ভেঙে গিয়ছে’।

আরও পড়ুন-মেয়েদের জয়

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিকিতা লেখেন, ‘কোচিতে যা হল, তাতে আমি বিধ্বস্ত ও শোকস্তব্ধ। আমি পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছনোর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার দুঃখ বোঝানোর মতো শব্দ নেই। মৃত পড়ুয়াদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’

Latest article