বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ভোটারদের আটকানো হচ্ছে ও রীতিমত হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে।

Must read

দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিনাশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস এই নিয়ে জানায়, ‘নিরাপদে নির্বাচন করার জন্যে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু তারা বাংলার গণতন্ত্রে হস্তক্ষেপ করছে।’

আরও পড়ুন-বিজেপি বলছে চাকরি যাচ্ছে, কোর্টের নির্দেশে সেটাই মিলছে

বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ভোটারদের আটকানো হচ্ছে ও রীতিমত হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে। এই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া বার্তায় প্রশ্ন করে, ‘এটাই কি আপনাদের সুষ্ট নির্বাচনের নমুনা?’ বালুরঘাটের বাতুনে ২০২ নং বুথেও বিএসএফ ভোটারদের হেনস্থা করছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-বিরাট প্রত্যাবর্তন আরসিবি-র

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত বলেন, ‘আজ বালুরঘাটে ভোট হচ্ছে। সেখানে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। তিনিই সেই ব্যক্তি, যিনি বারবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বাংলার টাকা আটকে দেওয়ার আর্জি জানিয়ে এসেছেন। বালুরঘাটের জনতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সুকান্তকে ৪ জুন ‘প্রাক্তন সাংসদ’ করা হবে। আর তাই সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। ভোটারদের মারধর করা হচ্ছে। মহিলা ভোটারদের আটকানো হচ্ছে। ভোট বুথের সামনে খুব জঘন্য পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে মানুষ ভোট দিতে না যায়। বালুরঘাটের জনতা বিজেপিকে হারাচ্ছে। তাদের বাইরের পথ দেখাচ্ছে। এর জন্যে বিজেপি ভয় পেয়ে আছে। বিজেপি ও সুকান্ত মজুমদারের লজ্জা হওয়া উচিত।’

 

Latest article