নাজির হোসেন লস্কর: শুক্রবার থেকে বাংলাজুড়ে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবির। এবারের কর্মসূচিতে মোট ৩৬টি পরিষেবা পাওয়া যাবে। সাধারণ মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে এবারও নানা উদ্যোগ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন৷ জেলার অধিকাংশ মানুষ জনকল্যাণমূলক সুবিধা পেলেও বাকি অংশকে দুয়ারে সরকারের (Duare Sarkar) মাধ্যমে পরিষেবা পাইয়ে দেওয়ার বিষয়ে জোর দিয়েছে প্রশাসন৷ এর জন্য বিভিন্নভাবে প্রচারের মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে৷ বিশেষ করে সুন্দরবন, সাগরের মতো দ্বীপ সংলগ্ন দুর্গম অঞ্চলগুলোতে ভ্রাম্যমাণ গাড়িতে দুয়ারে সরকারের প্রচারপর্ব চালানো হবে৷ এছাড়া কাজে লাগানো হবে জেলা তথ্যসংস্কৃতি দফতরের সঙ্গে যুক্ত লোকশিল্পীদের৷ কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, স্বাস্থ্যসাথীর মতো একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের বিষয় গানের মাধ্যমে তুলে ধরবেন বাউলশিল্পীরা৷ জেলা প্রশাসন সূত্রে খবর, অষ্টম পর্বে জেলাজুড়ে মোট ১০ হাজার ৬৪টি শিবিরের আয়োজন করা হয়েছে৷ যার মধ্যে জেলার অন্যতম শিবিরটি আজ অনুষ্ঠিত হবে বিষ্ণুপুর–১ ব্লকে৷ একই সঙ্গে জেলায় প্রথম প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা করবে প্রশাসন৷ এই শিবিরে পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্ত–সহ জেলার অন্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷ দুয়ায়ে সরকার শিবিরে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা করবেন তাঁরা৷
আরও পড়ুন- ডায়মন্ড হারবারে সাহায্য চলছেই