নর্থইস্ট নিয়ে সতর্ক মোহনবাগান

Must read

প্রতিবেদন : আজ, শুক্রবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ে ফেরার লড়াই মোহনবাগানের (Northeast United- Mohun Bagan)। আইএসএলে এখনও পর্যন্ত অপরাজিত জুয়ান ফেরান্দোর দল। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সবুজ-মেরুন। কম ম্যাচ খেলায় ফের লিগ শীর্ষে ওঠার সুযোগ মোহনবাগানের সামনে।
আইএসএলে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ টানা জয়ের পর রয় কৃষ্ণদের ওড়িশা এফসি-র বিরুদ্ধে উত্তেজক লড়াইয়ে আর্মান্দো সাদিকুর জোড়া গোলে মানরক্ষা হয়েছে সবুজ-মেরুনের। ওড়িশা ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ার পর গুয়াহাটিতে নর্থইস্টের ঘরের মাঠে তিন পয়েন্ট পেতে মরিয়া ফেরান্দোর দল। যুবভারতীতে আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোল হজম করেছে নর্থইস্ট। তবু তাদের সমীহই করছে সবুজ-মেরুন। তাছাড়া ঘরের মাঠে শেষ চার ম্যাচে অপরাজিত নর্থইস্ট (Northeast United- Mohun Bagan)। জুয়ান পেদ্রো বেনালির দল লিগ টেবলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের থেকে এক ধাপ উপরে সাত নম্বরে রয়েছে।
আগের ম্যাচে লাল কার্ড দেখে নির্বাসিত হওয়ায় এই ম্যাচে বেঞ্চে থাকবেন না সবুজ-মেরুন কোচ ফেরান্দো। তাঁর ভারতীয় সহকারী ক্লিফোর্ড মিরান্ডা দায়িত্ব সামলাবেন। তবে ফেরান্দো দলের সঙ্গেই গুয়াহাটি গিয়েছেন। দলগঠন থেকে রণকৌশল সব স্প্যানিশ বসই ঠিক করবেন। স্বস্তির খবর, চোট সারিয়ে ফিট হয়ে যাওয়া দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা ও হুগো বুমোস দলের সঙ্গে গিয়েছেন। বুমোস, দিমিত্রি ও মনবীর খেলবেন। তবে তাঁদের কখন, কীভাবে ব্যবহার করা হবে তা কোচ ঠিক করবেন। সাহাল আব্দুল সামাদ এখনও ম্যাচ ফিট হননি। পরের মুম্বই সিটি ম্যাচে ফিরতে পারেন। সাহালের মতো ওড়িশা ম্যাচে চোট পাওয়া গ্লেন মার্টিন্সও কলকাতায় রয়েছেন।
এএফসি কাপ থেকে সাম্প্রতিক কোনও ম্যাচেই চোট সমস্যার কারণে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে পারছে না মোহনবাগান। ফলে প্রত্যাশিত ফল পাচ্ছে না দল। তবে নর্থইস্টের বিরুদ্ধে অস্ট্রেলীয় তারকা দিমিত্রির সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ফেরান্দোর সহকারী ক্লিফোর্ড বলেছেন, ‘‘যে কোনও ম্যাচে সব খেলোয়াড়দের পাওয়াটা খুব জরুরি। সেক্ষেত্রে অনেক বিকল্প খোলা থাকে।’’ দিমিত্রি বলছেন, ‘‘মাঠে ফেরাই এখন আমার একমাত্র লক্ষ্য। আমরা লিগে সবার থেকে কম ম্যাচ খেলেছি। এখনও যথেষ্ট ভাল জায়গায় রয়েছি। এখন আমাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’’

আরও পড়ুন-আজ সংসদে ঐক্যবদ্ধ প্রতিবাদ দেখাবে ‘ইন্ডিয়া’

Latest article