বালুরঘাট থেকে দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ নিয়ে বিধিভঙ্গের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী

বালুরঘাটে (Balurghat) দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে প্রচার সভা থেকে উন্নয়ন নিয়ে কেন্দ্রের সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো

Must read

বালুরঘাটে (Balurghat) দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে প্রচার সভা থেকে উন্নয়ন নিয়ে কেন্দ্রের সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার দুপুরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান দেন বাংলার মুখ্যমন্ত্রী। তারপরেই বলেন, এটা কেন্দ্রের ভোট, রাজ্যের নয়। ‘মোদি বাবুরা’ কী করেছেন তাঁর জবাব দিন। একই সঙ্গে, দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ নিয়ে বিধিভঙ্গের অভিযোগ করেন মমতা।

আরও পড়ুন-এনআরসি নিয়ে রানাঘাট থেকে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন, সভায় রাজ্য সরকারের কী কী কাজ হয়েছে তার খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। এরপরেই বলেন, এটা বংলার নির্বাচন নয়। দিল্লির নির্বাচন। তাই জবাব ‘মোদি বাবু’কে দিতে হবে। মমতার কথায়, ‘‘জবাব চাই জবাব দাও। যখন পশ্চিমবঙ্গের নির্বাচন আসে, হাজার বার কৈফিয়ত দেব। জবাব দাও গদ্দাররা।’’ মমতা প্রশ্ন তোলেন, ‘‘একটা কাজ করেছ? কী করেছ? আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছ। সারা দেশ বিক্রি করেছ। ইতিহাস, ভুগোল বিক্রি করেছ। সময় থাকলে বিস্তারিত বলতে পারতাম।’’

আরও পড়ুন-বিজেপিকে ভোট দিতে রাজি না হলে গুলিও চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা, তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

দূরদর্শনের লোগোর রং বদল নিয়েও বিজেপি (BJP) সরকারকে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। বলেন, ‘‘দূরদর্শন দেখেছেন? মন কি বাত, তিনি নিজেই বলেন। নিজেই শোনেন। কাউকে বলতে দেন না। আজ পর্যন্ত প্রেস মিট করতে দেখিনি ওঁকে। নিজেরাই সাজিয়ে গুছিয়ে সমাজমাধ্যমে বসিয়ে দাও।’’ প্রশ্ন তোলেন, ‘‘দূরদর্শনের রং গেরুয়া হচ্ছে কী ভাবে? রেল স্টেশনের রং কী ভাবে হচ্ছে? আমাদের গর্ব সেনাবাহিনীর বাড়ির রং গেরুয়া হচ্ছে। যাঁরা সাধু হচ্ছেন, তাঁদের অপমান নয়? কাশীতে পুলিশকেও গেরুয়া পরিয়েছেন। কবে বলবে দেখবেন, সকালে গেরুয়া শরবত খেতে হবে। কে কী পরবেন, রং পছন্দ করবেন নিজের বিষয়।’’

এদিন সভামঞ্চ থেকে মমতা ফের জানিয়ে দেন, রাজ্যে এনআরসি হতে দেবেন না। তাঁর কথায়, ‘‘ওরা বলে, আমি NRC করতে না দেওয়ার কে? কোন হরিদাসপাল! আমি বলেছি করতে দেব না। অসমে করেছিল। সেখানে প্রতিবাদ করেছিল একমাত্র তৃণমূল।’’

বাংলার বঞ্চনা নিয়ে সরল হন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, ‘‘সব থেকে বড় ডাকাত বিজেপি। বলে আমরা আবাস করতে দিইনি। ৪২ লক্ষ আবাস করেছি। সত্যি হলে কানমুলে ক্ষমা চাইবেন। সত্যি না হলে মিথ্যে বলবেন। সব পঞ্চায়েত আমাদের নয়। তা সত্ত্বেও সব দেখে ৪২ লক্ষ বাড়ি আগে করেছিয় আরও ১১ লক্ষ বাড়ি করব। কেন্দ্র এই টাকা একা দেয় না। মাছের তেলে মাছ ভাজে।’’

Latest article