রাজস্থানে ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা, মৃ.ত ৯

রাজস্থানের (Rajasthan) ঝালাওয়াড়ে বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল নয় জনের।

Must read

রাজস্থানের (Rajasthan) ঝালাওয়াড়ে বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল নয় জনের। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাকি ছ’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। শনিবার রাতে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন ১০ জন। একটি ভ্যান ভাড়া করেছিলেন সেদিন রাতে তারা। ঝালাওয়াড়ের কাছে ৫২ নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা মারে। ভ্যানটিকে ধাক্কা মেরে ট্রাক নিয়ে চালক নিমেষের মধ্যেই পলাতক। আপাতত তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের জেরে অমিত মালব্যর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে জানান হঠাৎই প্রচন্ড জোরে একটা আওয়াজ শুনতে পেয়ে তারা ছুটে যায়। এরপর তাঁর চিৎকার এবং মানুষেরকান্নার আওয়াজ পেয়ে বোঝে কোনও দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি ভ্যান রাস্তার ধারে পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। ভ্যানের ভিতর থেকে বাঁচানোর জন্য আর্তি শুনতে পায় তারা । খুব দ্রুত ভ্যান থেকে সওয়ারিদের বার করার চেষ্টা করেন তারা সকলে মিলে। খবর দেওয়া হয় পুলিশে। জানা যায়,ভ্যানের ভেতরের তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় বাকি সাত জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে খবর, অকলেরা হাসপাতালে চিকিৎসা চলাকালীন ছ’জনের মৃত্যু হয়। এক জনের অবস্থা আশঙ্কাজনক।

Latest article