সংবাদদাতা, মেখলিগঞ্জ : কোভিড পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বরাবরই বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই মেখলিগঞ্জে ১০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালের জমি পরিদর্শন করলেন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী ও মেখলিগঞ্জ মহকুমা শাসক রামকুমার তামাং। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল সংলগ্ন একটি ফাঁকা জায়গায় হাসপাতালটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এতদিন করোনা সংক্রমিতদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ভরসা ছিল কোচবিহার কোভিড হাসপাতাল। এবার সেই পরিষেবা মিলবে মেখলিগঞ্জেই। আর এই খবরে খুশি বাসিন্দারা। পরিদর্শন শেষে পরেশ চন্দ্র অধিকারী জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি পরিদর্শন করলাম। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালের ভবন তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে।”
আরও পড়ুন: খুলছে মধু চা-বাগান