খুলছে মধু চা-বাগান

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : বন্ধ চা বাগানগুলি খোলার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের স্বার্থে তাঁর নির্দেশেই খুলছে একের পর এক বাগান। খুশি শ্রমিকরাও। এবার আরও একটি চা বাগান খুলতে চলেছে। আগামী ১৮ ডিসেম্বর শিলিগুড়ির দাগাপুড়ে শ্রমিক ভবনে কালচিনির বন্ধ মধু চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়েছে শ্রম দফতর। উল্লেখ্য, বিগত সাত বছরের বেশি সময় ধরে বন্ধ ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগান। এই বৈঠকেই চা বাগান খোলার সিদ্ধান্ত হবে বলে জানান তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি পাশাং লামা। তিনি বলেন, ‘‘এই বৈঠকেই চা বাগান খোলার দিন স্থির হবে। আশা করছি খুব শীঘ্রই খুলবে বাগান।’’ বাগান বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছিলেন বহু শ্রমিক। অভাবের অন্ধকার নেমে এসেছিল পরিবারগুলিতে। কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই শ্রমিকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের মুখে হাসি ফোটাতে একের পর এক বন্ধ চা-বাগান খোলার উদ্যোগ নেন। ইতিমধ্যেই খুলেছে বহু চা-পাগান। কাজ ফিরে পেয়েছেন শ্রমিকরা। পরিবারগুলির মুখে ফুটেছে শান্তির হাসি। এবার মধু চা-বাগান খোলার খবর পেতেই খুশির হাওয়া চা-শ্রমিকমহলে। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী গড়বেন নয়া Darjeeling

Latest article