২৪ ঘণ্টায় ৮০ বার কেঁপে উঠল তাইওয়ান!

Must read

৩ এপ্রিল প্রাণঘাতী ভূমিকম্পের আফটার শকে জেরবার গোটা সমুদ্রে ঘেরা দেশ। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকালের মধ্যে ১২ বার কেঁপে উঠল তাইওয়ান (taiwan)। এমনকি বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হওয়া কম্পনের নিরিখে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৮০ বার রিখটার স্কেলে কম্পন ধরা পড়েছে। মূলত পূর্ব উপকূল এলাকায় বেশি কম্পন অনুভূত হয়। যার মধ্যে সবথেকে তীব্র ভূমিকম্পের মাত্র ছিল ৬.৩। রাজধানী তাইপেই-তেও অনুভূত হয় কম্পন।

আরও পড়ুন- ১০০ বছরে প্রথম, মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

৩ এপ্রিল প্রবল ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়ে তাইওয়ান (taiwan)। কম্পনের মাত্রা ছিল ৭.২। ১৪ জনের মৃত্যু হয়েছিল। তারই অফটার শক শুরু হয় সোমবার। প্রায় ৮০টি আফটার শকের অনেকগুলিই মৃদু ছিল। তবে পরপর একই এলাকায় ভূমিকম্পের কারণে বেশ কিছু আবাসন হেলে পড়ে। অন্যদিকে যে সব এলাকা ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলি আরও ক্ষতির মুখে পড়ে। ভূতত্ত্ববিদদের দাবি ভূপৃষ্ঠের দুটি টেকটনিক প্লেটের মাঝে অবস্থান করার জন্য তাইওয়ান এতটা ভূমিকম্পপ্রবণ। তবে সোম ও মঙ্গলবারের কম্পনে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Latest article