মুখ্যমন্ত্রী গড়বেন নয়া Darjeeling

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : ‘‘রাজ্য সরকারের সাহায্য ছাড়া পাহাড়ের উন্নয়ন সম্ভব নয়। বিজেপি বিশ্বাসঘাতক। বিজেপিকে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। কিন্তু এখন জিএনএলএফের কাঁধে ভর করে বিজেপি পাহাড়ে ঘুরে দাঁড়াতে চাইছে। তা অসম্ভব।’’ পরিষ্কার মন্তব্য ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপার। তিনি বলেন, পাহাড়ে (Darjeeling) বিজেপির শরিক দল হিসেবেই পরিচিত জিএনএলএফ। এছাড়া তেমন সংগঠন নেই জিএনএলএফের। তাই বিজেপিই এখন জিএনএলএফকে পরিচালনা করছে। বিজেপির কথামতোই জিটিএ নির্বাচনের বিরোধিতার পথে নেমেছে তারা। কিন্তু জিএনএলএফ একবারও চিন্তা করছে না পাহাড়ের উন্নয়ন শুধু রাজ্য সরকারের দ্বারাই সম্ভব। এরই সঙ্গে তিনি বলেন, বহুদিন জিটিএ নির্বাচন হয়নি ফলে কোনও জনপ্রতিনিধিও নেই।

আরও পড়ুন-জলজমা-যানজট মুক্ত হবে Behala, নির্বাচনীপ্রচার মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিলেন Mamata Banerjee

উল্লেখ্য, পাহাড়ে জিটিএ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগামী ফেব্রুয়ারি মাসেই পাহাড়ে নির্বাচন চাইছেন অনিত থাপা। ইতিমধ্যেই জিটিএ নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে প্রস্তাবও দিয়েছেন তিনি। নির্বাচন হলে জিটিএর মাধ্যমে পাহাড়ে বিস্তর উন্নয়ন হবে। যা চাইছে না বিজেপি। তাই জিএনএলএফকে ব্যবহার করে জিটিএ নির্বাচনের বিরোধিতায় ঘুরপথে সরব হয়েছে বিজেপি। কিন্তু বিজেপির চক্রান্তে পা দিতে চাইছে না পাহাড়বাসী (Darjeeling)। অনিত থাপা পরিষ্কার করেই বলেন, ‘‘বিজেপিকে আমরাই ডেকে এনেছিলাম। ভুল করেছিলাম। বিজেপির যে সবটাই মিথ্যাচার তা পরে বুঝেছি।’’ পাহাড়ের রাজনীতি বিষয়ে তিনি বলেন, ‘‘আমি বহুদিন থেকে পাহাড়ে রাজনীতি করছি। আগে উন্নয়ন দরকার তারপরে রাজনীতি। তাই গোর্খাল্যান্ডের দাবি থাকলেও আগে জানতে হবে গোর্খাল্যান্ড কে দেবে। এখন সে পথে না গিয়ে উন্নয়ন চাই। আর পাহাড়ের উন্নয়নে একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’

Latest article