১০০ দিনের কাজে সবংয়ের মাদুরশিল্পীরা কেন্দ্রের টাকা থেকে বঞ্চিত, পাশে মুখ্যমন্ত্রী

তাই হতাশ শিল্পীরা চাইছেন দ্রুত কেন্দ্রীয় সরকার রাজ্যকে একশো দিনের প্রাপ্য টাকা মিটিয়ে দিক। কেন্দ্র সবংয়ের মাদুরশিল্পীদের বঞ্চনা করছে।

Must read

সংবাদদাতা, সবং : মাদুর (mat) মানেই সবং। বর্তমানে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মাদুর আন্তর্জাতিক বাজারেও নাম করেছে। একসময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে এই মাদুর দিয়েই একদিনে সবংয়ের ৭টি ব্যাংকের অনুমোদন পান সবংয়ের বর্তমান বিধায়ক তথা মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। বর্তমানে পুরো সবংই মাদুরকেন্দ্রিক। কারণ সবংয়ের ৯০ শতাংশ মানুষ মাদুরশিল্পের সঙ্গে যুক্ত। দীর্ঘ লড়াইয়ের পর সবংয়ের মাদুরশিল্পীদের কাজ একশো দিনের কাজের অন্তর্ভুক্ত হয়েছে। এতে কিছুটা আশার আলো দেখেন মাদুরশিল্পীরা। কিন্তু তার পরই একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেয় কেন্দ্র।

আরও পড়ুন-দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বিধায়ক

তাই হতাশ শিল্পীরা চাইছেন দ্রুত কেন্দ্রীয় সরকার রাজ্যকে একশো দিনের প্রাপ্য টাকা মিটিয়ে দিক। কেন্দ্র সবংয়ের মাদুরশিল্পীদের বঞ্চনা করছে। যদিও এই বিষয়ে বিধায়ক মানসরঞ্জন ভুঁইয়া কেন্দ্রের কড়া সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকার অমানবিক। ওরা রাজ্যেকে সব ক্ষেত্রে বঞ্চিত করেছে। সবংয়ের মাদুরশিল্পীদের চিন্তা করার দরকার নেই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে আছেন। আমাদের সরকার মাদুরশিল্পীদের কাজকে একশো দিনের কাজে যুক্ত করে ওদের কাজ দেবে। সবংবাসীর পাশে আছে বাংলার মানবিক সরকার।

Latest article