দিল্লিতে ওয়ার্ক ফ্রম হোম এবার ১০০%

লাগামছাড়া করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লির সমস্ত বেসরকারি অফিসে ১০০ শতাংশ ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু হল।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : লাগামছাড়া করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লির সমস্ত বেসরকারি অফিসে ১০০ শতাংশ ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু হল। করোনার লাগামছাড়া বৃদ্ধি এবং মৃত্যু হার দেখার পর দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি মারফত মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলিকে ছাড় দেওয়া হয়েছে এই নিয়ম থেকে।
উল্লেখ্য, ১০ জানুয়ারি দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তাদের এক বৈঠক হয়। সেখানেই রাজধানীর সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে হোম ডেলিভারির সুবিধা রেখে দিল্লির সমস্ত রেস্তোরাঁ, বার বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ওমিক্রনের চেয়েও অনেক বেশি সংক্রামক করোনার এক উপ-প্রজাতির হদিশ মিলল

যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, মানুষ কোভিড বিধি মেনে চললে রাজধানীতে লকডাউন জারি হবে না। তারপরই, মঙ্গলবার দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হল, অনির্দিষ্টকালের জন্য জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত বেসরকারি দফতরে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা চলবে।
প্রসঙ্গত, আগেই ৫০ শতাংশ কর্মীর সুবিধা নিয়ে সরকারি দফতর খোলার অনুমতি দেওয়া ছিল দিল্লিতে। আর এবার বেসরকারি দফতরেও চালু হল ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা।

আরও পড়ুন-টেস্ট জেতো, জন্মদিনে দ্রাবিড়কে শচীন

উল্লেখ্য, রাজধানীতে সংক্রমণের হার কিছুটা কমলেও, সরকারি পরিসংখ্যান অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। যা রীতিমতো উদ্বেগজনক। দিল্লিতে প্রত্যেক চারজনের মধ্যে একজন কোভিড পজিটিভ। পজিটিভিটির হার বেড়ে হয়েছে ২৫ শতাংশ। যা গত বছরের ৫ মের পর সর্বোচ্চ।

Latest article