বিজেপি শাসিত অসমে বাল্যবিবাহ (child marriage ) আইন ভাঙায় পুলিশের হাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১০৩৯। গত ফেব্রুয়ারি মাসে বাল্যবিবাহ আইন ভাঙার অভিযোগে ১৮০০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বাল্যবিবাহের বিরোধী অভিযানে নতুন করে গ্রেফতারির কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এক্সে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, “বাল্য বিবাহ ঠেকাতে অভিযান চালিয়েছে পুলিশ। অসম পুলিশের বিশেষ অভিযানে ৮০০ বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।” অসমের মুখ্যন্ত্রীর দাবি, গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে।
গত ১১ সেপ্টম্বর অসম বিধানসভায় হিমন্ত জানান, “বাল্যবিবাহ (child marriage ) বিরোধী অভিযানে ৩৯০৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৩১৯ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে।”