৬ মাস যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে, দুর্গাপুজোর পর শুরু হবে কাজ

দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) মেরামত প্রয়োজন তাই সংস্কারের কাজ দুর্গাপুজোর (Durgapuja) পর শুরু হতে চলেছে।

Must read

দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) মেরামত প্রয়োজন তাই সংস্কারের কাজ দুর্গাপুজোর (Durgapuja) পর শুরু হতে চলেছে। এই কাজ করতে অনেকটাই সময় লাগবে। আর এর ফলে সমস্যার সম্মুখীন হতে হবে জনগণকে। দ্বিতীয় হুগলি সেতুতে এই কাজ চলাকালীন যানবাহন থেকে নিয়ন্ত্রণ করা হবে বলেই খবর। কলকাতা ও হাওড়ার যাতায়াত কঠিন হবে।

আরও পড়ুন-বিজেপি শাসিত অসমে বাল্যবিবাহ আইন ভাঙায় গ্রেফতার সহস্রাধিক

কলকাতা পুলিশ সূত্রে খবর, যেকোন রকম ভারী যানবাহন সেগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভিআইপি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অতএব গাড়িগুলিকে দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যানজট এর সমস্যা হতে পারে। যদিও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

আরও পড়ুন-দিল্লি থেকে বিজেপির ‘জমিদারি’ হটানোর ডাক দিলেন অভিষেক 

সেতু মেরামত করে স্বাভাবিক যান চলাচল শুরু হতে প্রায় ৬ মাস সময় লাগবে। দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে হুগলি রিভার ব্রিজ কমিশন। তাদের তরফ থেকেই সেতু সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।
দ্বিতীয় হুগলি সেতুর ৬টি লেনের মধ্যে দুটি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে।

Latest article