রামনবমীতেই মন্দিরের ভিতরে এক কুয়ো ধসে মৃত ১১

মন্দিরের ছাদ ধসে কুয়োয় পড়ে গিয়ে দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

Must read

রামনবমীর (Ramnavami) দিন মধ্যপ্রদেশে (Madhyaএক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। মধ্যপ্রদেশের বেলেশ্বর মহাদেবের ঝুলেলাল মন্দিরের ভিতরে এক কুয়ো ধসে পড়ে। মন্দিরের ছাদ ধসে কুয়োয় পড়ে গিয়ে দুর্ঘটনা বলে জানা গিয়েছে। অনেকে আটকে পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। ঘটনার জেরে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-রাজ্যের প্রাপ্য টাকা আদায়ে এবার ‘দিল্লি চলো’: ধর্না মঞ্চ থেকে ডাক মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে মন্দিরের ভিতর ৪০ ফুট কুয়ো ধসে পড়ে এই বিপত্তি। রামনবমী উপলক্ষ্যে এক পুজোর আয়োজন হয় মন্দিরে। ভক্ত সমাগম প্রচুর হয়। সেই সময়ই ওই কুয়োর ছাদ ধসে যায়। প্রাথমিকভাবে ১৫ জনকে উদ্ধার করা গিয়েছে বলে জানা যায়। সকলেই আহত হন। ওই ছাদের ওপর বসে থাকা মানুষের সংখ্যা বেশি ছিল তাই সেই চাপে পড়ে ভেঙে যায় ওই অংশ। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। দড়ি দিয়ে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় প্রশাসনকে সত্ত্বর উদ্ধার কাজের গতি বাড়ানোর জন্য আবেদন করেন প্রশাসন।

Latest article