প্রতিবেদন : শহরের ১১টি রাস্তায় রবিবার থেকেই কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে পুর প্রশাসন। এ-গুলির মধ্যে পড়ছে তিলজলা রোড, ক্যানাল ইস্ট রোড, ময়ূরভঞ্জ রোড, জাজেস কোর্ট রোড, অশোকা রোড, বেলভেডিয়ার রোড, এনএসসি বোস রোড ও পণ্ডিতিয়া রোডের মতো রাস্তা।
আরও পড়ুন-করোনায় আক্রান্ত হলেন এবার মেসি
এ ছাড়াও কসবা, কালিকাপুর, মুকুন্দপুর, যাদবপুর, বালিগঞ্জ, ভবানীপুর, চেতলা, টালিগঞ্জ, বেহালা, নিউ আলিপুর, উল্টোডাঙা, হাতিবাগান, তিলজলা, শিয়ালদহ, পার্ক সার্কাস প্রভৃতি এলাকাতেই কোভিড রোগীর সংখ্যা বাড়ছে। শহরে ৮০ শতাংশ কোভিড রোগীই উপসর্গহীন।