আংশিক বন্ধ থাকবে সিনেমাহল, শপিংমল

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কোন কোন ক্ষেত্র আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে আর কোনটা খোলা থাকবে।

Must read

প্রতিবেদন: রাজ্যে কোভিড সংক্রমণ ক্রমশ বাড়ছে। রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের গণ্ডি ৬ হাজারের গণ্ডি ছাড়াল। সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন রবিবার দুপুরে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কোন কোন ক্ষেত্র আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে আর কোনটা খোলা থাকবে। গ্রাহকের হিসেবে কোথায় কী ধরনের নিয়ন্ত্রণ জারি থাকবে তা-ও নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন-শহরে ১১ রাস্তায় কনটেইনমেন্ট জোন

এদিন নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন পানশালা ও রেস্তরাঁয়। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। রাত ১০টা থেকেই চালু হচ্ছে নৈশকালীন বিধিনিষেধ। শপিংমল, সিনেমা এবং থিয়েটার হলও খোলা থাকবে। তবে এক্ষেত্রেও মাত্র ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন সব জায়গাতে। সিনেমা, থিয়েটার হল খোলা রাখা যাবে রাত দশটা পর্যন্ত। আর শপিংমল খোলা রাখা যাবে বিকেল পাঁচটা পর্যন্ত। সেই সঙ্গে মাস্ক পরার ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি নৈশকালীন বিধিনিষেধ জারি থাকবে।

ট্রেন ও মেট্রো চলাচলের উপরও জারি হয়েছে বিধিনিষেধ। নির্দেশিকায় বলা হয়েছে, করোনাবিধি মেনে লোকাল ট্রেন এবং মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী সফর করতে পারবেন। সন্ধে ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। এর সঙ্গেই সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধিনিষেধ বলবৎ করা হয়েছে।

Latest article