প্রথম মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

কদা এএমইউ-র ছাত্রী ছিলেন নাইমা। সেখান থেকে সাইকোলজিতে পিএইচডি করেছিলেন তিনি। ১৯৮৮ সালে এই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দেন

Must read

প্রতিবেদন : বিশ্ববিদ্যালয়ের (University) ইতিহাসে এই প্রথম মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (Aligarh Muslim University)। শতাব্দীপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে সেখানকারই এক প্রাক্তনীকে বেছে নেওয়া হল শীর্ষ পদের জন্য। উপাচার্য হলেন অধ্যাপিকা নাইমা খাতুন। আগামী ৫ বছর তিনিই এই পদে থাকবেন। শিক্ষামন্ত্রকের অনুমোদনের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) নয়া উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

আরও পড়ুন-বেঙ্গালুরুর বিমানবন্দরে উদ্ধার ১০টি অ্যানাকন্ডা

একইসঙ্গে ভোটের আদর্শ আচরণ বিধি মেনে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও অনুমতি নেওয়া হয়েছে। একদা এএমইউ-র ছাত্রী ছিলেন নাইমা। সেখান থেকে সাইকোলজিতে পিএইচডি করেছিলেন তিনি। ১৯৮৮ সালে এই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দেন। ২০০৬ সালে অধ্যাপক হন।

Latest article