গরম উপেক্ষা করে মুখ্যমন্ত্রী ও অভিষেকের সভায় জনপ্লাবন

প্রায় আড়াই ঘণ্টা দেরিতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মাঠ সংলগ্ন হ্যালিপ্যাডে নামে। প্রখর দাবদাহের মধ্যেও কাতারে কাতারে মানুষ হাজির ছিলেন।

Must read

ব্যুরো রিপোর্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি করে জনসভা ছিল মঙ্গলবার। বর্ধমানের ভাতার ও বীরভূমের হাঁসনে মমতা জনসভা করেন। অভিষেক ছিলেন শিলিগুড়ি ও মালদহে। প্রতিটি সভায় বিপুল সংখ্যক মানুষের ঢল।

আরও পড়ুন-বেঙ্গালুরুর বিমানবন্দরে উদ্ধার ১০টি অ্যানাকন্ডা

বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ ও শর্মিলা সরকারের সমর্থনে এরুয়ার হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে এরুয়ার ভুবনমোহন দত্ত পাবলিক ইনস্টিটিউশনের মাঠে প্রখর তাপকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ ভাতারের সভায় হাজির হন জননেত্রীর বক্তব্য শোনার জন্য। বেলা ১১টা থেকে সভাস্থলে মানুষ অপেক্ষায় ছিলেন। মুখ্যমন্ত্রী আসেন প্রায় সাড়ে তিনটে। তবুও কেউ এতটুকু অধৈর্য হননি। প্রিয় নেত্রীর কথা মন দিয়ে শুনে তবেই বাড়ি ফেরেন। বীরভূমের তারাপীঠের কাছে কড়কড়িয়া মাঠেও জনসভা করেন মমতা। প্রায় আড়াই ঘণ্টা দেরিতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মাঠ সংলগ্ন হ্যালিপ্যাডে নামে। প্রখর দাবদাহের মধ্যেও কাতারে কাতারে মানুষ হাজির ছিলেন। সব থেকে বেশি উপস্থিতি ছিল মহিলাদের। তাঁরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এসেছিেলন।

আরও পড়ুন-প্রথম মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

প্রথমবার এসেই বৈষ্ণবনগরের মানুষের মন জয় করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ যেন এলেন, দেখলেন, জয় করলেন। মালদহ সফরে বহুবার এসেছেন। কিন্তু বৈষ্ণবনগরে এই প্রথম রাজনৈতিক সভা সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওঁকে দেখতে ষাটোর্ধ্ব অনীতা, নিলুফার বিবি, দিলরুবা, অষ্টাদশী জুলি খাতুনরা তীব্র দাবদাহ উপেক্ষা করে ভগবানপুর আইটিআই কলেজ ময়দানে ভিড় জমিয়েছিলেন। অভিষেকের দেখা পেয়ে, কথা শুনে খুশিমনে বাড়ি ফিরেছেন। শিলিগুড়িতে গোঁসাইপুর এলাকার উত্তরিয়ার মাঠে সভা ছিল অভিষেকের। ধামসা মাদল আর ছাত্র-যুবর উচ্ছ্বাসে আপ্লুত অভিষেক। নিরাপত্তাবেষ্টনী উপেক্ষা করে কয়েকজনকে ডেকে নেন সামনে। প্রিয় নেতাকে পেয়ে কেউ তুলল সেলফি, কেউ মেলাল হাত।

Latest article