যোগ্যদের কেন ভুগতে হবে? রাজ্য জুড়ে আন্দোলনে চাকরিহারারা

এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার। বাতিল করে দেওয়া হল ২০১৬ সালের গোটা প্যানেলই।

Must read

প্রতিবেদন : এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার। বাতিল করে দেওয়া হল ২০১৬ সালের গোটা প্যানেলই। ফলে বাতিল হল ২০১৬ সালের সব নিয়োগ। সোমবার আদালতের এই রায়ে সর্বহারা হয়েছেন শিক্ষকরা। দীর্ঘ প্রস্তুতি শেষে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যাঁরা, পথে বসেছেন সেই যোগ্য চাকরিহারারা। কলকাতায় শহিদ মিনার চত্বর, বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দান থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন চাকরিহারা যোগ্যরা। মঙ্গলবার শহিদ মিনার চত্বরে এই রায়ের বিরোধিতা করে জমায়েত করেন চাকরিহারা যোগ্যরা।

আরও পড়ুন-গরম উপেক্ষা করে মুখ্যমন্ত্রী ও অভিষেকের সভায় জনপ্লাবন

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। চাকরিহারাদের দাবি, অযোগ্য কয়েকজনের জন্য কেন যোগ্যদেরও ভুগতে হবে? সিবিআই এতদিন ধরে তদন্ত করল, অথচ যোগ্য-অযোগ্যদের মধ্যে পার্থক্য খুঁজে পেল না? তাহলে সিবিআই এতদিন ধরে কী করল? এদিন এসএসসি নিয়োগ মামলার রায় ব্যাখ্যা করে বলা হয়, পুরনো ওএমআর শিট পুনর্মূল্যায়নের আর কোনও জায়গা নেই। কারণ, পুরনো ওএমআর বাতিল করা হয়েছে। আইন মেনে সঠিক পদ্ধতি অনুযায়ী নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে রায়ে। কিন্তু এদিকে কোনও চাকরিহারার বয়স পেরিয়ে গেলে তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না বলেও বলা হয়েছে প্রায় ৩০০ পাতার রায়ে। চাকরিহারাদের মধ্যে রয়েছেন নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক ও শিক্ষাকর্মীরা রয়েছেন।

Latest article