বেঙ্গালুরু-হায়দরাবাদ জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ১২

Must read

কর্ণাটকে গাড়ি দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরু-হায়দরাবাদ (Bengaluru-Hyderabad highway Accident) জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বেপরোয়া গতিতে ধাক্কা মারে একটি টাটা সুমো গাড়ি। তাতেই ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।

আরও পড়ুন- উত্তেজনার পারদ কি নামল?  কানাডাবাসীর জন্য ফের ভিসা পরিষেবা চালু ভারতের

সকাল ৭টা নাগাদ চিক্কাবাল্লাপুরে বেঙ্গালুরু-হায়দরাবাদ (Bengaluru-Hyderabad highway Accident) জাতীয় সড়কের পাশে পার্ক করা ছিল ট্রাক। তখন বেপরোয়া গতিতে ছুটে এসে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকে ধাক্কা মারে একটি টাটা সুমো গাড়ি। ঘটে যায় অঘটন। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত ও আহতরা অন্ধ্রপ্রদেশের পেনকোন্ডা জেলার বাসিন্দা। কীভাবে ঘটল দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, সকালে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে।

Latest article