ব্যুরো রিপোর্ট : কর্মব্যস্ত দিনে বিপত্তি। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গের তিন জায়গায় শুরু হয় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চের ডাকে এই অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ভোর থেকেই কোচবিহার, জলপাইগুড়ি ও মালদহ স্টশনে আন্দোলনের কারণে পরপর দাঁড়িয়ে পড়ে ট্রেন।
আরও পড়ুন-পিস্তল হাতে ক্লাসে পড়ুয়া
ময়নাগুড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়ে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-সহ আরও বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকাল ট্রেন। অফিস টাইমে এই কর্মসূচির জেরে চরম হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। একাধিক বয়স্ক এবং শিশু অসুস্থ হয়ে পড়ে বলেও খবর। অনেকে চিকিৎসার জন্য কলকাতা ফিরছিলেন, তাঁরাও আটকে পড়েন ট্রেনে। যে জায়গাগুলিতে আন্দোলন করা হয়েছে সেই পথ দিয়ে একাধিক প্যাসেঞ্জার ট্রেন, ডেমু ট্রেন চলে। সেগুলিও সমস্যায় পড়ে। এইসময় উত্তরে পর্যটকদের ভিড়। অনেকেই কলকাতা ফিরছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থাকার পর আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন যাত্রীরা। তবুও আন্দোলনে অনড় থাকে তাঁরা। প্রশাসনের তৎপরতায় সন্ধের পর ওঠে আন্দোলন।