রাজ্যে বজ্রাঘাতে মৃত ১২, আহত বহু, শোক মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : দক্ষিণের জেলায় যখন গরমে হাঁসফাঁস অবস্থা তখনই বৃহস্পতিবার দুপুরে রাজ্য জুড়ে বাজ (Lightning) পড়ে মৃত্যু হল ১২ জনের। রাজ্য জুড়ে এই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। জানান, প্রশাসনের তরফে সবরকম সাহায্য করা হবে, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। তখনই ঘটে একের পর এক মৃত্যুর ঘটনা। মৃতদের মধ্যে তিনজনের বাড়ি পুরাতন মালদহ থানার সাহাপুর এলাকায়। গাজোলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে (Lightning) মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯) ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়েছিল তখনই বিপত্তি ঘটে। একজনের বাড়ি রতুয়া থানার বালুপুর এলাকায়, বাকিদের বাড়ি হরিশ্চন্দ্রপুর এবং ইংরেজ বাজার থানায় এলাকায়। এদের মধ্যে তিন নাবালক, দুই যুবক ও এক প্রৌঢ়াও রয়েছেন। মৃতদেহগুলি মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। অপরদিকে, মুর্শিদাবাদের নবগ্রামে মৃত্যু হয়েছে একজনের। বজ্রপাতে মালবাজারেও এক ব্যক্তির প্রাণহানি ঘটে। এদিন দুপুরের পর মানিকচক এলাকা জুড়ে প্রবল ঝোড়ো হওয়া এবং বৃষ্টি শুরু হয়। তখনই এই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা-সহ বিভিন্ন রকম সরকারি সাহায্য করা হবে। এ-ছাড়াও মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন-মোদি-ঝড় ও রামমন্দির-আবেগ উধাও, ইন্ডিয়া সরকার গড়ার আশা কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্টে

Latest article