প্রতিবেদন : মেক্সিকোতে ফের বন্দুকবাজদের (Bar Shooting in Mexico) হামলা। শনিবার রাতে শহরের একটি বারে চলল নির্বিচারে গুলি। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় প্রাণ গিয়েছে ১৩ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। ঘটনাস্থলে ৬ মহিলা-সহ ১২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ওই বারের কয়েকজন কর্মীও রয়েছেন।
মধ্য মেক্সিকোর (Bar Shooting in Mexico) গুয়ানাজুয়াতো অঞ্চলে মাদক পাচারকারীদের রমরমা। এখানে প্রায়শই পাচারকারীদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। বিশেষ করে রাতের দিকে বিভিন্ন বারে মাদক পাচারকারীদের আনাগোনা শুরু হয়। তাই বারগুলিতেই চলে বন্দুক হামলা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুই মাফিয়া গোষ্ঠীর বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে শিল্পনগরী গুয়ানাজুয়াতোর একটি বারে মানুষের আনাগোনা শুরু হয়েছে। অনেকেই নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত। কেউ কেউ আবার একা একাই মদ পান করছেন। এ সময় একদল দুষ্কৃতী হঠাৎই বন্দুক হাতে ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাথাড়ি গুলি চালায়। প্রাণ বাঁচাতে সকলেই ছুটোছুটি শুরু করেন। পদপিষ্ট হয়েও কয়েকজন জখম হয়েছেন।
আরও পড়ুন-মার্কিন সংবাদপত্রে বিজ্ঞাপন: মোদির ভারতে ধ্বংস হয়েছে আইনের শাসন