প্রতিবেদন : কর্মক্ষেত্রে নিষ্ঠা ও বীরত্বের জন্য রাজ্য সরকার এবার ১২ জন পুলিশ আধিকারিককে সম্মানিত করবে। আগামী ১৫ অগাস্ট রেড রোডে ৭৫তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আধিকারিকদের পদক প্রদান করবেন। আউটস্ট্যান্ডিং এবং কমেন্ডেবল— এই দুই বিভাগে পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন-প্রেসিডেন্সিতে অশান্তি করছে বামেরা
আউটস্ট্যান্ডিংয়ের তালিকায় রয়েছেন মনোজ মালব্য, প্রবীণ ত্রিপাঠী-সহ মোট ৫ জন আইপিএস আধিকারিক। অন্যদিকে কমেন্ডেবল বিভাগে ৭ জন আইপিএস আধিকারিক পুরস্কৃত হচ্ছেন বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে। ডিসি ও এসপি পদমর্যাদার পুলিশকর্তারাও পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন। আউটস্ট্যান্ডিং বিভাগে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল পাচ্ছেন যে ৫ জন পুলিশ আধিকারিক তাঁরা হলেন মনোজ মালব্য, আর রাজশেখরণ, প্রবীণকুমার ত্রিপাঠী, সুনীলকুমার চৌধুরি এবং দেবস্মিতা দাস। অন্যদিকে, কমেন্ডেবল বিভাগে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল পাচ্ছেন যে ৭ জন পুলিশ আধিকারিক তাঁরা হলেন অলোক রাজোরিয়া, রশিদ মুনির খান, আভারু রবীন্দ্রনাথ, রূপেশ কুমার, আকাশ মাঘারিয়া, জয়িতা বোস এবং কামনাশিস সেন।
আরও পড়ুন-প্রস্তুতি শুরু বিরাটের, ফিট রাহুলই নেতা জিম্বাবোয়েতে
গোটা তালিকায় মাত্র ২ জন মহিলা আধিকারিকের নাম রয়েছে। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর হাত থেকেই এই দুই মহিলা পুলিশ আধিকারিক আগামী ১৫ অগাস্ট মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল গ্রহণ করবেন। এই ২ জন মহিলা পুলিশ আধিকারিক যথাক্রমে ২০০৯ ও ২০১০ সালে আইপিএস ব্যাচের। যে ১২ জন আধিকারিক এই সম্মান পেতে চলেছেন তাঁদের মধ্যে ৭ জন রাজ্য পুলিশের আধিকারিক। ৩ জন কলকাতা পুলিশে কর্মরত এবং ১ জন করে হাওড়া ও বিধাননগর পুলিশ কমিশনারেটে কর্মরত।