বৃহস্পতিবার থেকে ফের ১০ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখায়। দুই শাখায় আপ ও ডাউন মিলিয়ে এবার বন্ধ থাকবে ১২টি লোকাল ট্রেন। এর জেরে ফের দুর্ভোগে পড়বেন ওই দুই শাখার বহু যাত্রী। লাইনের আধুনিকীকরণ ও বিদ্যুতায়নের কাজ চলার কারণে লিলুয়া-বর্ধমান শাখায় পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়ার কারণেই আগামী ১০দিন ৬ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে বলে রেলের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে ডাউনের ২টি বর্ধমান-হাওড়া মেন লাইন লোকাল, ১টি করে পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ ও শ্রীরামপুর লোকাল। এরই সঙ্গে আপ হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখায় ১টি করে লোকাল এবং ১টি করে তারকেশ্বর, পান্ডুয়া, শ্রীরামপুর ও গুড়াপ লোকাল। রেলের তরফে আচমকা ১০ দিন ট্রেন বাতিলের কথা ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। হাওড়া-বর্ধমান কর্ড লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রেলের এই লাইন আধুনিকীকরণের কাজ কবে শেষ হবে কিছুই জানা যাচ্ছে না। একই কারণ দেখিয়ে রেল কর্তৃপক্ষ বিগত বেশ কিছু দিন ধরে একাধিক লোকাল ট্রেন বাতিল করে রেখেছে। এর হাওড়া-বর্ধমান কর্ড, মেন, তারকেশ্বর শাখার বহু যাত্রী দুর্ভোগে পড়ছেন।
আরও পড়ুন- অমর্ত্য সেন জমি মামলার পরবর্তী শুনানি ৩০ মে