অমর্ত্য সেন জমি মামলার পরবর্তী শুনানি ৩০ মে

Must read

অমর্ত্য সেন জমি-মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হল ৩০ মে। ১৫ মে সিউড়ি জেলা আদালতে শুনানি ছিল। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ১০ মে দুপুর দুটোয় অর্থাৎ বুধবার ছিল শুনানির দিন। এদিন দুই পক্ষের আইনজীবী সিউড়ি আদালতে উপস্থিত হন। বীরভূম জেলা আদালতের বিচারক সুরজিত মজুমদার অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত সুদেষ্ণা দে চট্টোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়। স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন জমা হয়। বিশ্বভারতীর তরফে বেশ কিছু আপত্তি জানানো হয়। সরকারি আইনজীবী শ্রীকান্ত রায় জানান, দুই পক্ষের সম্মতিতে পরবর্তীতে ৩০ মে দিন ধার্য হয়। অমর্ত্য সেন বিদেশে আছেন। তাঁর সঙ্গে আলোচনা করেই জবাব দেওয়া হবে। একাধিকবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জমি ফেরত চেয়ে চিঠিও দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে, প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী ১.৩৮ একর জমিই অমর্ত্য সেনের নামে রেকর্ড করে দেওয়ার নির্দেশ দেন৷ সেইমতো বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতর ওই জমি অমর্ত্য সেনের নামে রেকর্ড করে দেয়৷

আরও পড়ুন- দার্জিলিং-কালিম্পং, জলপাইগুড়িতে হবে বৃষ্টি, উত্তরের ৩ জেলায় তাপপ্রবাহ

Latest article