প্রতিবেদন : শহরে বায়ুদূষণের পরিমাণ কমাতে রাজ্য সরকার আগামী দু’বছরের মধ্যে প্রায় বারোশো বৈদ্যুতিক বাস পথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে এধরনের ৪০০ বাস পথে নামানো হবে বলে দফতরের তরফে জানানো হয়েছে। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জন্য সিএনজি চালিত বাস পথে নামানোর জন্য রাজ্য পরিবহণ নিগম বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। বর্তমানে শহরের বিভিন্ন রুটে ৮০টি ইলেকট্রিক বাস চলাচল করছে।
আরও পড়ুন-২১০৯ সেতুর স্বাস্থ্যপরীক্ষা রাজ্যে, সিদ্ধান্ত নবান্নের
সল্টলেক এবং নিউটাউনের জন্য ৫০টি বৈদ্যুতিক বাস কেনা হয়েছে যার মধ্যে ১১টি ইতিমধ্যে বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে। ২০৩০ সালের মধ্যে পেট্রোল ও ডিজেল চালিত বাস বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র বিদ্যুৎচালিত বাস চলবে। যে কারণে ধাপে ধাপে রাজ্যে বিদ্যুৎচালিত বাস নামানো হবে। কলকাতার পাশাপশি জেলাগুলিতেও বিদ্যুৎচালিত বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, সারা রাজ্যজুড়ে পরিবহণ ব্যবস্থাকে ‘স্মার্ট’ করার পরিকল্পনা রয়েছে। সেটা করাও হবে।