দুলাল সিংহ, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুরে দল বদলে রেকর্ড যোগদান। আরএসপি-বিজেপি ছেড়ে প্রায় ১২ হাজার মানুষ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ভিড়ের চাপে ভাঙল মঞ্চ, অল্পের জন্য রক্ষা পেলেন কৃষিবিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। আহত দুজন। তপনের চৌরঙ্গি মোড় এলাকায়। তপন ব্লকের রামচন্দ্রপুর, গুরাইল, চণ্ডীপুর-সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ আসেন। মন্ত্রী বিপ্লব মিত্র অনুষ্ঠানে উপস্থিত হলে কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তপন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আনিসুর রহমান, একাধিক গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলে থাকা সদস্য ও সদস্যা-সহ প্রায় ১২ হাজার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিপ্লব ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল বসাক। ছিলেন বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, প্রশান্ত মিত্র, মফেজুদ্দিন মিয়া, বিপ্লব খাঁ, রাজেন শীল, মজিরুদ্দিন মণ্ডল প্রমুখ। বিপ্লব মিত্র বলেন, দিদিকে গরিবদরদি নেত্রী হিসাবে বিশ্বাস করেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন।