ডিএসপিতে বেতনচুক্তি নিয়ে ক্ষোভ

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : শ্রমিক বঞ্চনার প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় আইএনটিটিইউসি-র পক্ষে। সংগঠনের তরফে জয়ন্ত রক্ষিত বলেন, দীর্ঘদিন ধরে কর্মীদের বেতন চুক্তি রূপায়ণে টালবাহানা করছেন কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ৫৭ মাস ধরে নিরবচ্ছিন্ন লড়াই আন্দোলন চালিয়ে আসছে। এর পরেও যে বেতন চুক্তি রূপায়িত হয়েছে তা পুরোপুরি অফিসার মহলের স্বার্থের কথা ভেবে। শ্রমিকদের কোনও সুবিধাই হয়নি। ঠিকাশ্রমিকদের স্বার্থ সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে। এই একপেশে বেতন চুক্তি অবিলম্বে পুনর্বিন্যাস না করা হলে শ্রমিক আন্দোলন গড়ে তোলা হবে। জয়ন্ত বলেন, বাম শ্রমিক সংগঠনগুলোর ডাকা ১৬ ডিসেম্বরের প্রস্তাবিত ধর্মঘটের প্রত্যক্ষ বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

Latest article