ছুটির দিন, গরমেও শতাব্দীর টানে জনতা

প্রচণ্ড গরম সত্ত্বেও তৃণমূলের প্রার্থীরা অদম্য উৎসাহে প্রচার করছেন। কিন্তু সতর্কতা হিসাবে কেউ খাচ্ছেন ডাব, কেউ ওআরএস।

Must read

সংবাদদাতা, বীরভূম : প্রচণ্ড গরম সত্ত্বেও তৃণমূলের প্রার্থীরা অদম্য উৎসাহে প্রচার করছেন। কিন্তু সতর্কতা হিসাবে কেউ খাচ্ছেন ডাব, কেউ ওআরএস। রবিবাসরীয় প্রচারে এই ছবি দেখা গেল। রোদের তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ছুটির দিন মানুষজন সাধারণত ঘরে থাকেন। এ বছর গরমের মাত্রা এত বেশি, ঘরের বাইরে থাকার কথাও নয়।

আরও পড়ুন-কুমারগঞ্জে দাঁড়িয়ে স্মৃতিতে ভাসলেন তৃণমূলনেত্রী

তবুও তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের টানে ভিড় ছিল চোখে পড়ার মতো। দহন উপেক্ষা করেই মুরারই ২ নং ব্লকে কুশমোড় ১ নং অঞ্চলে রাস্তার দুই ধারে নামে মানুষের ঢল। ধানগড়া মোড়, বাগিসপুর, কুশমোড় বাসস্ট্যান্ড, নলহাটি বিধানসভার অন্তর্গত সুহদিঘি মোড়, রুদ্রনগর পঞ্চায়েত-সহ বিস্তীর্ণ হাঁসন কেন্দ্রে হুডখোলা গাড়িতে নিজেই গাড়ি চালিয়ে প্রচার করেন তিনি। কোথাও স্ট্রিট কর্নার করেন। কোথাও মানুষের সঙ্গে কথা বলেন। দাবদাহের মধ্যে ডাব খান শতাব্দী রায়।

Latest article