মহারাষ্ট্রে শাহর সভায় প্রবল গরমে মৃত ১৩

Must read

প্রবল গরম। মাথার উপর গনগন করছে সূর্যের আঁচ। তারই মধ্যে মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের খাড়গড়ে চলছিল মহারাষ্ট্র ভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান। যে অনুষ্ঠানে মঞ্চে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই অনুষ্ঠানে অনেকেই দূরদূরান্ত থেকে যোগ দিতে এসেছিলেন। প্রবল গরমে জলশূন্য হয়ে পড়ায় হিটস্ট্রোকে (Heatstroke) ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ।

আরও পড়ুন-স্মৃতির বৈঠকে শুটার?

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বিভিন্ন ব্যক্তির হাতে মহারাষ্ট্র ভূষণ সম্মান তুলে দিচ্ছিলেন। প্রবল গরমের মধ্যে অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই ১৩ জনের মৃত্যু (Heatstroke) হয়। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে যোগ দিতে বহু মানুষ শনিবার রাতেই খাড়গড়ে চলে এসেছিলেন। অনুষ্ঠানে যোগ দেওয়া অনেকেই অভিযোগ করেছেন, আয়োজকরা পর্যাপ্ত জলের ব্যবস্থা করেনি। স্থানীয় বাসিন্দারাই জল সরবরাহ করেন। প্রচুর মানুষ উপস্থিত থাকলেও এই গরমের মধ্যেও মাথার উপর কোনও ছাউনি ছিল না। তাই অনেকেই চড়া রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছিলেন। প্রবল রোদ ও মাত্রাতিরিক্ত গরমে প্রায় ১২০ জন মানুষ অসুস্থ হয়ে পড়েন। যার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের কথা বিজেপি নেতারা একবারও ভেবে দেখেননি বলে অভিযোগ উঠেছে।

Latest article