প্রতিবেদন : করোনার কারণে দু’বছর স্থগিত থাকার পর এ-বছর ফের আবার রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসতে চলেছে। তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই এবারের সম্মেলনকে রাজ্যে বিনিয়োগ টানতে পাখির চোখ হিসাবে দেখছে রাজ্য। চলতি মাসের ২০ ও ২১ তারিখে নবনির্মিত বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ওই সম্মেলনে দেশ বিদেশের বিশিষ্ট শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনের আগেই আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা নবান্নে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন। সুতরাং তারা আসতে পারে বলে মনে করা হচ্ছে। মুকেশ অম্বানির আসার সম্ভাবনাও প্রবল। এ-ছাড়াও অন্যান্য বিশিষ্ট শিল্পপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলদেরও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন – দামবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের মিছিল
সম্মেলনকে আন্তর্জাতিক রূপ দিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। এবারের বাণিজ্য সম্মেলনে ১৪টি দেশের শিল্পপতি অংশ নেবেন। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা শনিবার সম্মেলনস্থল পরিদর্শন করেন এবং সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। সম্মেলনের আগের দিন ১৯ এপ্রিল সন্ধ্যায় সম্মেলন স্থলে বিশিষ্ট শিল্পপতি, বণিকসভা এবং দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। পরের দিন ২০ এপ্রিল সম্মেলনের উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হয়েছে। ২১ তারিখ বিভিন্ন সংস্থার সঙ্গে রাজ্যে শিল্পস্থাপনের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। শিল্প সম্মেলন উপলক্ষে বিশ্ববাংলা মেলাপ্রাঙ্গণকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। কনভেনশন কেন্দ্রের মূল গেট থেকে সম্মেলন হল পর্যন্ত টানেল তৈরি হচ্ছে। গাড়ি থেকে নেমে অতিথি-অভ্যাগতরা শীততাপনিয়ন্ত্রিত সেই টানেল দিয়ে সম্মেলনে পৌঁছবেন।