ইন্দোরে তৈরি সিএনজি বাস নামছে শহরে

Must read

প্রতিবেদন : একদিকে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে সাধারণ মানুষ ও বাসমালিকদের কিছুটা রেহাই দেওয়া। অপরদিকে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ দূষণে লাগাম টানা। এক ঢিলে এই দুই পাখি মারতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারি উদ্যোগেই রাজ্যে এই প্রথম বেসরকারি বাসরুটে সিএনজি চালিত বাস চলাচল শুরু হচ্ছে। চলতি মাসের শেষেই শহরে ৫টি এ-ধরনের বাস পথে নামছে। পরিবেশবান্ধব এই বাস কেনার জন্য বেসরকারি বাস মালিকদের এককালীন অনুদান এবং সহজ শর্তে ঋণ দেওয়া হবে। কয়েকদিনের মধ্যেই এ-ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে ৩২ আসনের এই বাতানুকুল বাসগুলি উল্টোডাঙার ১৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে করুণাময়ী হয়ে শাপুরজি পর্যন্ত চলবে। ডিজেলের মূল্যবৃদ্ধির নিরিখে তুলনামূলক সস্তা এবং পরিবেশবান্ধব সিএনজি চালিত বাস (CNG BUS) নামানোর রাজ্য সরকারের পরিকল্পনাকে বেসরকারি বাস মালিকেরা স্বাগত জানিয়েছেন। ১৯ এপ্রিল ইনডোর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বাসগুলি। স্যাসি বানাচ্ছে ‘আইচার’ সংস্থা আর বডি বানাচ্ছে ‘অডি’ সংস্থা। বাসগুলির রুটের দৈর্ঘ্য ১৭ কিলোমিটার। এই প্রথম বেসরকারি মালিকের হাতে সরকারি সিএনজি বাস চলবে।

আরও পড়ুন – শীততাপনিয়ন্ত্রিত টানেলে প্রবেশ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সম্মেলনে অংশ নিচ্ছে ১৪ দেশ

জানা গিয়েছে, বাসগুলি একদিকে যেমন পরিবেশবান্ধব, তেমনই শৌখিন, আরামদায়ক। খরচ ডিজেল চালিত বাসের থেকে কিছুটা কম। ডিজেলে এই বাস যত কিলোমিটার যায় তার থেকে কুড়ি শতাংশ বেশি সিএনজিতে (CNG BUS)। ডিজেলের লিটার ১০০ টাকা পেরিয়েছে, সেখানে সিএনজি ৭৪ টাকা প্রতি কেজি। এতে অনেকটাই আর্থিক সাশ্রয় হবে বলে ধারণা বাস মালিকদের।

Latest article