মঙ্গলবার উত্তর চিনের (China) শানজি প্রদেশে একটি যাত্রীবাহী বাস সুড়ঙ্গের প্রাচীরের গায়ে ধাক্কা লেগে নীচে পড়ে যায়। ওই বাসে প্রায় ৫১ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন এবং ৩৭ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই মর্মে জানান, হুবেই এক্সপ্রেসওয়েতে দুপুর ২.৩৭ মিনিটে (স্থানীয় সময়) এই দুর্ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। উদ্ধারকারীর দল পৌঁছেছে ঘটনাস্থলে। ঘটনার কারণ এখনো জানা যায় নি। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
আরও পড়ুন-অসুস্থ সব্যসাচী চক্রবর্তী, ভর্তি হাসপাতালে
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই চিনে দুর্ঘটনার পরিমান বেড়ে গিয়েছে। পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশে তাইঝৌয়ের একটি ভোকেশনাল স্কুলে একটি গাড়ি ভিড়ে ধাক্কা খায়। এই ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশে তাইজৌ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজের এই ঘটনায় আহতদের অবস্থা স্থিতিশীল। ১লা মার্চ, পূর্ব চিনের শানডং প্রদেশের দেঝাওতে একটি আবাসিক এলাকায় একটি গাড়ি বেশ কয়েকজন লোকের উপর দিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই এর ফলে দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়েক শিশু আহত হয়েছিল।