বিজেপিতে যোগদানের খবর ওড়ালেন খোদ মন্ত্রী

তিনি কোথাও যাচ্ছেন না, তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করে যাবেন বলে জানান তিনি।

Must read

লোকসভা নির্বাচনের (Loksabha election) আগে দলবদলের ঘটনা নতুন নয়। বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চলে রব ওঠে আইনমন্ত্রী মলয় ঘটকও (Maloy Ghatak)নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এর মধ্যেই আজ তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করে দেন। পোস্টে তিনি লেখেন, “কিছু নিউজ পোর্টালে সকাল থেকে কাল্পনিক খবরের মাধ্যমে তাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে। এটি একটি বড় ষড়যন্ত্র।” তিনি কোথাও যাচ্ছেন না, তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করে যাবেন বলে জানান তিনি।

আরও পড়ুন-চিনে সুড়ঙ্গে যাত্রীবোঝাই বাস, নিহত ১৪, আহত ৩৭

তৃণমূলের কোনও বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন এমন গুজব চলছিল বেশ কয়েকদিন ধরেই । রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে এই নিয়ে আলোচনা কম হয়নি। আবহাওয়া গরম করা ছাড়া এই গুজব যে কিছুই নয় স্পষ্ট করে দিলেন মলয় ঘটক। রাজ্যের হেভিওয়েট নেতাদের মধ্যে তিনি অন্যতম তাই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বেশ কয়েকবার তাঁকে তলব করা হয়েছে। কলকাতা থেকে আসানসোলে তাঁর একাধিক বাড়িতে সিবিআই হানা দেয়। তাঁর কলকাতার ডালহৌসির সরকারি আবাসনে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অবশেষে জল্পনার অবসান হয়।

Latest article