সবার মাথায় ছাদ, এটা দিদির গ্যারান্টি : অভিষেক

Must read

প্রতিবেদন : প্রবল দাবদাহ উপেক্ষা করেই ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড-শোয়ে জনসুনামি। শনিবার বালুরঘাটের দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সরাইদিঘি মোড় থেকে পাইকপাড়া মোড় পর্যন্ত রোড-শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর প্রতিবারের মতো এবারও জনসুনামিতে ভাসল ইটাহারের রাস্তা। প্রার্থী বিপ্লব মিত্র, মন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে হুড খোলা ট্যাবলোতে র্যা লি করেন অভিষেক। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। রোড-শো শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দেন কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজের টাকা না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আবাসের বাড়ির টাকাও তৃণমূলের সরকারই দেবে, এটা দিদির গ্যারান্টি। মোদির মিথ্যা প্রতিশ্রুতির গ্যারান্টি নয়। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে তুলোধোনা করে অভিষেক বলেন, এখান থেকে জিতেছেন কিন্তু কোনও কাজ করেননি। শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বালুরঘাটবাসী তাঁকে আর খুঁজে পায়নি গত পাঁচ বছরে। জেতার পর দিল্লিতে গিয়ে বাংলার মানুষের টাকা আটকেছেন। আগামী ২৬ তারিখ বালুরঘাটের ভোট। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিপ্লব মিত্রকে জেতান। এরপরই তিনি বলেন, কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন সভা করতে। তিনি বাংলার কৃষ্টি কালচার জানেন না। বেলুড়ঘাট বলে গেছেন। তিনি না হয় বাইরের লোক কিন্তু যিনি বাংলার যিনি মঞ্চে ছিলেন তিনি ভুল শুধরে দিতে পারতেন— দেননি। বাংলায় ধর্মের রাজনীতি নয়, কর্মের রাজনীতিতে বিশ্বাস করি। সাফ কথা অভিষেকের (Abhishek Banerjee)।
এদিন বালুরঘাটের সরাইদিঘি মোড় থেকে পাইকপাড়া মোড় পর্যন্ত রাস্তা কার্যত তৃণমূলের দখলে চলে যায়। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক স্থানীয় মানুষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখতে রাস্তার দু-ধারে উপচে পড়ে উৎসাহী মানুষের ভিড়। হাত নেড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানান উপস্থিত জনতা। অভিষেক প্রত্যুত্তর দেন। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাপড়ি উড়িয়ে দেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। উদ্বেল হয়ে ওঠে জনতা। কার্যত জনসুনামির আকার নেয় ইটাহারের রাস্তা। জনজোয়ারে ভেসেই প্রায় র্যা লি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী-সর্মথকেরা।

আরও পড়ুন- বাংলার শিক্ষাবিদদের অপমান করলেন আচার্য, তোপ ব্রাত্যর

Latest article