নীল রঙ ফেরাতে হবে, দূরদর্শনের লোগোর গেরুয়াকরণ নিয়ে কমিশনকে তোপ তৃণমূল সুপ্রিমোর

Must read

দূরদর্শনের লোগোতে নির্লজ্জ গেরুয়াকরণে ক্ষুব্ধ দেশের বিরোধীরা। মোদি সরকারের ইচ্ছায় ডিডি নিউজ চ্যানেলের লোগোর রংও গেরুয়া হয়ে গেল। এই নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে দেশেজুড়ে। দূরদর্শনকেই নিজেদের স্বার্থে একতরফাভাবে ব্যবহার করা নিয়ে এবার তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Doordarshan- Mamata Banerjee)।

আরও পড়ুন- বিজেপি শাসিত হরিয়ানায় মহিলা বন্দিকে গণধর্ষণ! জাতীয় মহিলা-মানবধিকার কমিশনে চিঠি তৃণমূলের

নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী (Doordarshan- Mamata Banerjee) লিখেছেন, “দেশজুড়ে যখন নির্বাচন চলছে সেই সময় দূরদর্শনের লোগোর গেরুয়াকরণে আমি হতবাক! বিজেপির হয়ে জাতীয় গণমাধ্যমের গলা ফাটানো অনৈতিক, বেআইনি।” মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন,”নির্বাচন কমিশন কীভাবে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অনুমতি দিতে পারে যখন দেশে লোকসভা নির্বাচন চলছে?! জাতীয় নির্বাচন কমিশনকে এটি অবিলম্বে এটি বন্ধ করতে হবে এবং দূরদর্শনের লোগোর আসল নীল রঙ ফেরাতে হবে।” ১৬ এপ্রিল থেকেই বদলেছে লোগোর রং। এই নিয়ে একের পর এক বিরোধী নেতা-নেত্রীরা তোপ দেগেছেন মোদি সরকারকে।

Latest article