বিজেপি শাসিত হরিয়ানায় মহিলা বন্দিকে গণধর্ষণ! জাতীয় মহিলা-মানবধিকার কমিশনে চিঠি তৃণমূলের

Must read

বিজেপি শাসিত রাজ্যে ফের পাশবিক অত্যাচারের সম্মুখীন মহিলা বন্দি। পুলিশ ভ্যানেই মহিলাকে গণধর্ষণ (Haryana Gang rape) দুই কয়েদির! ধর্ষণের ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশন এবং মানবধিকার কমিশনে চিঠি দিয়ে তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। নির্যাতিতাকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। গণধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল চিঠিতে অবিলম্বে হরিয়ানায় একটি তথ্য সন্ধানী দল পাঠানোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে হরিয়ানার বিজেপি সরকারকে নোটিশ পাঠিয়ে এই ঘটনার বিস্তারিত তলবের দাবি জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, চিকিৎসার পর নথিপত্র নিয়ে ব্যস্ত ছিল পুলিশ। নির্যাতিতা জানিয়েছেন, পুলিশ কর্মীরা ব্যস্ত থাকার সুযোগ নিয়ে দুই বন্দি সতীশ ও মণীশ তাঁকে (Haryana Gang rape) পানীয় খাওয়ায়। তারপর তারা তাঁকে ধর্ষণ করে। তবে এই ঘটনা কবে ঘটেছে তার কোনও তারিখ এফআইআরে দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-আর কতটা পক্ষপাতদুষ্ট হবে নির্বাচন কমিশন

জাতীয় মহিলা কমিশনে পাঠানো চিঠিতে সাকেত উল্লেখ করেছেন, “বাংলায় কোনও ঘটনা ঘটলে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে জাতীয় মানবধিকার কমিশন এবং মহিলা কমিশন। তবে বিজেপি শাসিত কোনও রাজ্যে এমন ঘটনা ঘটলে তাদের কোনও সক্রিয়তা দেখা যায় না।” এই ঘটনা আবারও প্রমান করল বিজেপি শাসিত রাজ্যে যে মেয়েরা সুরক্ষিত নয়।

 

Latest article