রোশনাই

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'রোশনাই'। কাহিনি দানা বেঁধেছে এক সাধারণ মেয়েকে ঘিরে। তার জীবনে আসে ঝড়ঝাপটা, উত্থান-পতন। অদম্য লড়াই চালিয়ে যায় মেয়েটি। নামভূমিকায় দেখা যাবে অনুষ্কা গোস্বামীকে। বিপরীতে আছেন শন বন্দ্যোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা। শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা। সম্প্রচারিত হবে ২৫ এপ্রিল থেকে। সাংবাদিক সম্মেলন ঘুরে এসে লিখলেন অংশুমান চক্রবর্তী

Must read

সাধারণ ঘরের মেয়ে রোশনাই (Roshnai)। বারাণসীর প্রবাসী বাঙালি। দক্ষ নৃত্যশিল্পী। প্রতিদিন ভোরের আলো ফোটে তাঁর নাচের ছন্দে। অনেকেই দেখেন। মুগ্ধ হন। বহু ঝড়ঝাপটা আছড়ে পড়ে তাঁর জীবনে। আসে উত্থান-পতন। কারণ সে এবং তাঁর মা অন্যের বাড়িতে আশ্রিতা। একদিন বারাণসীর গঙ্গার ঘাটে তাঁকে পায়ে ঘুঙুর বেঁধে নাচতে দেখে আরণ্যক। সে কলকাতার স্বচ্ছল পরিবারের যুবক। রোশনাইয়ের সারল্য এবং নৃত্যপারদর্শিতা দেখামাত্র তাঁর মনে ভাললাগার জন্ম হয়। দূর থেকে তোলে স্নিগ্ধ মুখের মেয়েটির কয়েকটি ছবি। কোনও এক পরিস্থিতিতে আরণ্যক এবং রোশনাইয়ের বিয়ে হয়ে যায়। যদিও সেই ঘটনা গোপন থাকে আরণ্যকের বাড়িতে। আরণ্যক অন্য পরিচয় দিয়ে রোশনাইকে বাড়িতে নিয়ে আসে। এরপর শুরু হয় রোশনাইয়ের নতুন জীবন। নতুন লড়াই। ঘটতে থাকে বিচিত্র ঘটনা। কী কী ঘটে? জানার জন্য দেখতে হবে ‘রোশনাই’। ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন নিবেদন করছে এই ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা। তিনি সৃজনশীল পরিচালক এবং প্রযোজক। নির্দেশক এবং প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সামনে এসেছে প্রোমো। পেয়েছে প্রশংসা।
সম্প্রতি মুভিটোন স্টুডিওয় অনুষ্ঠিত হল ‘রোশনাই’-এর সাংবাদিক সম্মেলন। কীভাবে এই গল্পের ভাবনা মাথায় এল? লীনা গঙ্গোপাধ্যায় জানালেন, ‘হঠাৎ নয়, এই গল্পের ভাবনা মাথায় এসেছে চলতে চলতেই। মনে রাখতে হবে, টেলিভিশনের প্রায় প্রতিটি গল্পই কিন্তু আগে বলা। যে-গল্প আগামীতে পর্দায় আসতে চলেছে, সেটাও হয়তো আগেই বলা। চেনা গল্প। কীভাবে উপস্থাপিত হবে, সেটাই বড় ব্যাপার। সবার নিজস্ব স্টাইল রয়েছে, বলার নিজস্ব ধরন রয়েছে। সেটাই পরস্পরের মধ্যে পার্থক্য গড়ে দেয়।’ তিনি আরও বলেন, ‘রোশনাই একটি সাধারণ মেয়ে। তার অদম্য লড়াই দেখা যাবে এই ধারাবাহিকে। কেমন করে লড়াইটা সে জয় করছে, মূলত সেটাই আমরা তুলে ধরব। কখনও নীরবে, কখনও প্রকাশ্যে রোশনাইকে সমর্থন করবে আরণ্যক। গল্প এগোবে মূলত এই দুজনকে ঘিরেই। অবশ্য দুজনের মাঝে আছে তৃতীয় জনের উপস্থিতি।’
ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা গোস্বামী। এর আগে, ‘গাঁটছড়া’ ধারাবাহিকে ‘বনি’ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার একেবারে অন্যরকম চরিত্র। অডিশনের মাধ্যমে তাঁকে নির্বাচন করা হয়েছে। নিজের চরিত্র সম্পর্কে তিনি জানালেন, ‘রোশনাই চরিত্রটি একজন নৃত্যশিল্পীর। সেটা ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার জন্য আমি নাচ শিখছি। যথেষ্ট পরিশ্রম করছি। লীনাদির স্ক্রিপ্টে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের। এই চরিত্রের জন্য তিনি এবং শৈবালদা আমাকে নির্বাচন করেছেন, তার জন্য আমি দুজনের কাছেই কৃতজ্ঞ। আশা করি ধারাবাহিকটি দর্শকদের ভাল লাগবে।’

আরও পড়ুন-অন্তহীন অগ্নিপরীক্ষায় নারীরা

রোশনাইয়ের (Roshnai) নায়ক আরণ্যক। এই চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিয়া দেবীর নাতি। এর আগে তাঁকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছে ‘মন ফাগুন’ ধারাবাহিকে। ২০২২ সালের অগাস্ট মাসে শেষ হয় ওই ধারাবাহিক। দীর্ঘ বিরতির পর ফিরছেন। কেন এতটা সময় লাগল ফিরতে? তিনি জানালেন, ‘সত্যি, দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে ফিরছি। ফলে আমি খুবই একসাইটেড। অফার এসেছে প্রচুর। তবে সঠিক গল্প পাচ্ছিলাম না। তাই ফিরতে এতটা সময় লাগল। লীনাদি, শৈবালদা একটি সুন্দর চরিত্রে আমাকে সুযোগ দিলেন। রীতিমতো চ্যালেঞ্জিং। গল্পটাও যথেষ্ট সুন্দর। আশা করি ধারাবাহিকটি দর্শকদের ভালবাসা পাবে।’ অনুষ্কা সম্পর্কে তিনি বলেন, ‘আগে আমরা পাশাপাশি ফ্লোরে শ্যুটিং করতাম। ফলে আলাপ ছিলই। প্রথমবার এক সঙ্গে কাজ করছি। অনুষ্কা খুবই মন দিয়ে কাজ করছে। আমার তো ভালই লাগছে।’

শন এবং অনুষ্কার প্রশংসা শোনা গেল শৈবাল বন্দ্যোপাধ্যায়ের গলায়, তিনি বললেন, ‘শনের কাজ আগেই দেখেছি। একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। এতদিনে সেটা হল। অনুষ্কার সঙ্গে এই প্রথম কাজ করলাম। রোশনাই চরিত্রের সঙ্গে ওর প্রায় আশি শতাংশ মিল রয়েছে। দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা বেশ ভাল।’
মার্চ থেকে শুরু হয়েছে ‘রোশনাই’-এর (Roshnai) শ্যুটিং। এই ধারাবাহিকে বহুদিন পর একসঙ্গে দেখা যাবে দুই কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কে। ‘কুসুমদোলা’ ধারাবাহিকে তাঁরা শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন। এ-ছাড়াও অভিনয় করছেন চুমকি চৌধুরী, কমলিকা, রেশমি সেন, উষসী চক্রবর্তী প্রমুখ। সংগীতায়োজনে দেবজ্যোতি মিশ্র। ২৫ এপ্রিল থেকে ‘রোশনাই’ দেখা যাবে স্টার জলসা এসডি এবং এইচডি চ্যানেলে। সোম থেকে রবিবার। প্রতিদিন রাত সাড়ে আটটায়। এর আগে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন দর্শকদের উপহার দিয়েছে ‘ইস্টিকুটুম’, ‘কুসুমদোলা’, ‘ইচ্ছেনদী’, ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘খড়কুটো’ প্রভৃতি ধারাবাহিক। প্রায় প্রতিটি ধারাবাহিকই ঘরে ঘরে সমাদৃত হয়েছে। ফলে সেই ধারা বজায় রেখে ‘রোশনাই’ যে জনপ্রিয়তা পাবেই, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।

Latest article