বালেশ্বরের মতোই অন্ধ্রতেও রেলের গাফিলতিতেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা

Must read

প্রতিবেদন : বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার অভিশপ্ত স্মৃতি উসকে দিয়ে রবিবার অন্ধ্রপ্রদেশের (Andhra Train Accident) ভিজিয়ানগরমে ফের একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। এখনও পর্যন্ত পাওয়া খবরে প্রাণ হারিয়েছেন ১৪ জন। জখমদের চিকিৎসা চলছে।

* ২ জুন : ৩টি ট্রেনের সঙ্ঘর্ষে বালেশ্বরে প্রাণ যায় ৩০০ যাত্রীর। জখম ১,০০০।
* ১১ অক্টোবর : বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। মৃত ৪, আহত ৪০ জন।
* ২৫ অক্টোবর : পাতালকোট এক্সপ্রেসে আগুন। গুরুতর জখম হন ১৩ জন।

আরও পড়ুন- নেত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা খারিজ

খুব স্বাভাবিকভাবেই ফের একটি ভয়াবহ রেল দুর্ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। রেলের তরফে প্রাথমিকভাবে রিপোর্টে বলা হয়েছে, এক্ষেত্রেও কোনও যান্ত্রিক ত্রুটি নয়, আলামান্দার এই দুর্ঘটনার পিছনেও দায়ী সেই ‘হিউম্যান এরর’। বারবার রেলের এমন গাফিলতির জন্য শ’য়ে শ’য়ে মানুষের প্রাণ যাচ্ছে। রেলের যাত্রী সুরক্ষা ফের একবার বড়সড় প্রশ্নের মুখে। ইস্ট-কোস্ট রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, বিশাখাপত্তনম-রায়গড় ট্রেনের (Andhra Train Accident) চালক রেড সিগনাল দেখতে পাননি। সেই সিগনাল অগ্রাহ্য করেই এগিয়ে যান তিনি। ফলে লাইনে আগে থেকেই দাঁড়িয়ে থাকা বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জারে গিয়ে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। যার জেরে পলাসাগামী ট্রেনটির ৩টি বগি ও রায়গড়গামী ট্রেনের ইঞ্জিন-সহ ২টি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
এদিকে, উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে, এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় দ্রুত তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

Latest article