সিসোদিয়ার ধাক্কা, ইডির তলব কেজরিকে

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে গেল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থা খুব ধীরগতিতে কাজ করছে। সেজন্য ছয় থেকে আটমাসের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে মণীশ সিসোদিয়া তাঁর জামিনের জন্য ফের আবেদন করতে পারবেন।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা ইডি। তারপর থেকেই জেলবন্দি তিনি। সোমবার বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির বেঞ্চ এই রায় দিয়ে বলে, বিশ্লেষণে এমন কিছু দিক রয়েছে যা সন্দেহজনক। ৩৩৮ কোটি টাকা লেনদেনের বিষয় প্রতিষ্ঠিত হয়েছে। আদালত জামিন প্রত্যাখ্যান করছে।
সিবিআই এবং ইডি দুই এজেন্সিই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত করছে। এই মামলায় সিসোদিয়া ছাড়াও গ্রেফতার হয়েছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আবগারি দুর্নীতি মামলায় জেরার জন্য এবার ইডি তলব করল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal- ED)। আগামী বৃহস্পতিবার ইডির সদর দফতরে তাঁকে (Arvind Kejriwal- ED) ডেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- বালেশ্বরের মতোই অন্ধ্রতেও রেলের গাফিলতিতেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা

Latest article