জমি পেল ১৪১ পরিবার

Must read

শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমিতে দীর্ঘদিন বসবাসকারীদের পাট্টা দেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী সোমবার দ্বিতীয় দফায় শিলিগুড়ি পুরসভার জমিতে দীর্ঘদিন বসবাসকারী ১৪১টি পরিবারকে জমির পাট্টার শংসাপত্র দেওয়া হল। বাঘাযতীন পার্কে রবীন্দ্রমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে।

আরও পড়ুন-লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর নির্দেশমতো শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে সরকারি জমিতে বসবাসকারীদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম দফায় ২৪ সেপ্টেম্বর রবীন্দ্রমঞ্চে বিশেষ কর্মসূচির মাধ্যমে ১০৭টি পরিবারকে তাঁদের দখলে থাকা জমির পাট্টার শংসাপত্র দেওয়া হয়েছিল। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় একই মঞ্চে পুর এলাকার ১৪১টি পরিবারকে নিঃশর্ত আরআর পাট্টার শংসাপত্র দেওয়া হল। ছিলেন পুরপ্রশাসক গৌতম দেব, পুরনিগমের প্রশাসকমণ্ডলী সদস্যরা, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, পুরনিগম সচিব-সহ অন্যান্য আধিকারিক।

Latest article