প্রতিবেদন : ফের আগ্রাসী চিন (China)৷ নিয়মনীতির তোয়াক্কা না করে ভারত ভূখণ্ড দখল করতে নানারকম ফন্দি আঁটছে কমিউনিস্ট দেশটি৷ ভারতের উত্তর–পূর্বের রাজ্য অরুণাচল (Arunachal Pradesh) দখল করতে তাদের সর্বশেষ কুকীর্তি প্রকাশ্যে এসেছে৷ চিনের শি জিনপিং সরকার নতুন করে অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নাম বদলে দিয়েছে বলে অভিযোগ। ভারত সরকারের পক্ষ থেকে চিনের এই কাজের তীব্র নিন্দা করা হয়েছে। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল হল ভারতের অবিচ্ছেদ্য অংশ। শুধু নতুন নামকরণ করে প্রকৃত সত্যটা কখনওই বদলে ফেলা যায় না। চিনের এই অক্ষম চেষ্টা খুবই হাস্যকর।
ঘটনা হল, চিন (China) বারবার দাবি করে যে, অরুণাচল হল দক্ষিণ তিব্বতের অংশ। তাই এই ভূখণ্ডটি তাদের দখলে থাকার কথা। অন্যদিকে ভারত দৃঢ়তার সঙ্গে সবসময় চিনের এই দাবি উড়িয়ে দিয়ে এসেছে। চার বছর আগে ২০১৭ সালেও চিন অরুণাচল প্রদেশের ৬টি জায়গার নাম বদল করে দিয়েছিল। দু’দিন আগে চিনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে জানা যায়, জংনান প্রদেশের ১৫টি জায়গার নতুন নামকরণ করা হয়েছে। জংনান হল চিনা ভাষায় অরুণাচলের নাম। যে ১৫টি জায়গার নাম বদল করা হয়েছে তার মধ্যে ৮টি হল জনবসতি, ৪টি পাহাড়, ২টি নদী এবং একটি গিরিখাত। সবগুলোরই নিজেদের মতো করে নাম দিয়েছে চিন৷
আরও পড়ুন-একগুচ্ছ কর্মসূচী সহ রবিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভারতের পক্ষ থেকে চিনের এই কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, চিন যে এই প্রথমবার এমন করল তা নয়। এর আগেও চিন অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশের নাম পাল্টানোর চেষ্টা করেছে। কিন্তু বেজিংয়ের জানা উচিত, অরুণাচল প্রদেশ হল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কোনওভাবেই অরুণাচলকে ভারত থেকে আলাদা করা যাবে না। চিন যদি বেশি বাড়াবাড়ি করে তবে তার জন্য যেন তারা তৈরি থাকে। আমরা চিনকে তাদের কাজের উপযুক্ত জবাব দিতে তৈরি আছি।