* ১৮-২৫ ফেব্রুয়ারি রাজ্যের ৩৩৪৩টি অঞ্চলে ১০০ দিনের টাকার সহায়তা শিবির। বাদ দক্ষিণ ২৪ পরগনা। যেহেতু সেখানে ইতিমধ্যেই শিবির শুরু হয়ে গিয়েছে
* ফর্ম দেওয়া হবে শিবিরে। মানুষকে ফর্ম ফিলআপে সাহায্য করতে হবে। সমস্ত নথি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে
* প্রত্যেক বিধায়ককে এই ৮ দিনে প্রতিটি শিবিরে অন্তত ২ বার করে যেতে হবে। সাংসদদের তাঁর প্রতিটি বিধানসভায় ৫টি করে ক্যাম্পে যেতে হবে। সেখানে মানুষের সঙ্গে মিশে কেন্দ্রের বৈষম্য ও তৃণমূলের (TMC) লড়াইয়ের কথা জানাতে হবে
* প্রত্যেক ব্লক থেকে ৫ দিনের মধ্যে ১০ জন এসসি ও ৫ জন এসটি নাগরিকের নাম রাজ্যে পাঠাতে হবে। এঁরা তৃণমূল (TMC) সমর্থক হবেন এবং এলাকায় এঁদের গ্রহণযোগ্যতা বাধ্যতামূলক। যা নেতৃত্বও যাচাই করবেন
আরও পড়ুন- পথে এখনই নামো সাথী, তৃণমূলের বৈঠকে অভিষেক বললেন
* ২৯ ফেব্রুয়ারির মধ্যে গ্রাম-শহর সব বুথ থেকে ৪ জন করে কর্মীর নাম পঠাতে হবে। এঁদের মধ্যে ২ জন মূল সংগঠনের হবেন, একজন মহিলা সংগঠন থেকে ও অন্যজন যুব থেকে। যাঁদের বয়স হবে ৪০-এর নিচে
* ১৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ, বুথ সভাপতিরা প্রতি বুথে হাটে-বাজারে চায়ের দোকানে এই ইস্যুতে জনসংযোগ করবেন। তাঁরা রাজ্যের প্রকল্পগুলির কথা মানুষকে জানাবেন
* ১ ও ২ মার্চ প্রতিটি অঞ্চলে রাজ্য সরকারের উদ্যোগে সভা হবে। উপকৃতদের ডাকা হবে। জনপ্রতিনিধিদের থাকতে হবে। উপকৃতদের ব্যাঙ্কের পাস বই আপডেট করে আনতে হবে, যাতে বোঝা যায় টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে
* কোনওরকম সময় নষ্ট না করে, শৈথিল্য না দেখিয়ে আগামী ১৫ দিন এই নিবিড় জনসংযোগ চালাতে হবে