পুরুলিয়ার জঙ্গলে কৃষি দফতরের সাহায্যে চলছে তসর গুটি চাষ

অর্জুন গাছের জঙ্গলে চলছে এই চাষ। প্রতি বছরই কোনও না কোনও চাষির দল অর্জুন গাছের জঙ্গল ভাড়া নিয়ে তসর গুটি চাষ করেন

Must read

প্রতিবেদন : রাজ্যের সেরিকালচার বিভাগের সহযোগিতায় তসর গুটি চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। বাঁকুড়ার বারিকুল থেকে একদল চাষি পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের ধগড়া গ্রামে তসরের গুটি চাষ শুরু করেছেন। অর্জুন গাছের জঙ্গলে চলছে এই চাষ। প্রতি বছরই কোনও না কোনও চাষির দল অর্জুন গাছের জঙ্গল ভাড়া নিয়ে তসর গুটি চাষ করেন।

আরও পড়ুন-১৫ দিনের কর্মসূচি

ভাড়া দিয়ে অনেকটাই আয় হয় বলে জানান জমির মালিকেরা। গুটি চাষের প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় মাস তিনেক সময় লাগে। ফলে চাষিরা এখানেই তাঁবু খাটিয়ে থেকে যান।তাঁরা জানান, চাহিদার উপর প্রতি বছর গুটির দাম নির্ভর করে। এমনিতে এক-একটি গুটি চার-পাঁচ টাকা দরে বিক্রি হলেও বাজার খারাপ থাকলে আবার ২ টাকা দরেও বিক্রি করতে হয়। এই চাষে গুটিপোকার ডিম এনে গাছে ছাড়তে হয়। সরকারি সংস্থা থেকে ডিম কিনলে অনেক কমে পাওয়া যায়। বাইরে থেকে কিনলে বেশি পড়ে। তসরের গুটি থেকে সুতো তৈরি করে সেই সুতোয় হয় শাড়ি, জামাকাপড়। বাজারে যার ভাল চাহিদা।

Latest article