প্রতিবেদন : রাশিয়ার একটি ক্যাফেটোরিয়ায় ভয়াবহ আগুনে ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অনেকেই। সূত্রের খবর, আহতদের অধিকাংশের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাফেটোরিয়া সংলগ্ন এলাকার বাসিন্দারাই দমকলকে খবর দেন।
আরও পড়ুন-মোরবি : বিপর্যয়ে অনাথদের দায়িত্ব নিলেন সুরাতের বসন্ত
যুদ্ধকালীন তৎপরতায় ২৫০ জনকে ক্যাফের ভিতর থেকে নিরাপদে বাইরে বের করে আনে দমকলবাহিনী। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মস্কো থেকে ৩০০ কিলোমিটার দূরে উত্তর-পূর্ব শহরের পলিগন ক্যাফেতে এই আগুন লাগে। শহরের অন্যান্য ক্যাফেগুলির তুলনায় পলিগন ক্যাফের জনপ্রিয়তা অনেকটাই বেশি। সারাদিনের কর্মব্যস্ততার পর অনেকেই এই ক্যাফেতে যান। গভীর রাত পর্যন্ত খোলা থাকে পলিগন ক্যাফে। পুলিশ ও দমকল বাহিনীর অনুমান, ঘটনার সময় ভিতরে প্রায় ৩০০ জন ছিলেন।