মোরবি : বিপর্যয়ে অনাথদের দায়িত্ব নিলেন সুরাতের বসন্ত

সেখানে শতাধিক অনাথ শিশুকে নিখরচায় পড়ানোর ব্যবস্থা করেছেন বসন্ত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সেই সব শিশুদের সব খরচ বহন করেন তিনি

Must read

প্রতিবেদন : গুজরাতে সেতু ভাঙার ঘটনায় শোকে মুহ্যমান মোরবি। এই দুর্ঘটনায় অনেকেই হারিয়েছেন তাঁর পুরো পরিবারকে। বহু শিশু আবার অনাথ হয়ে গিয়েছে। ব্যক্তিগত উদ্যোগে অনেকেই মোরবির স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছেন। সেতু দুর্ঘটনায় অনাথ শিশুদের দায়িত্ব নিতে এগিয়ে এলেন বসন্ত গজেরা। এর আগেও গুজরাতের যে কোনও বড় বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বসন্ত। এবারও তার অন্যথা হল না। বসন্ত আসলে সুরাতের এক হীরে ব্যবসায়ী।

আরও পড়ুন-ট্যুইটারের ভারতীয় শাখার প্রায় সব কর্মীকে বরখাস্ত করলেন মাস্ক

কিন্তু সেবামূলক কাজে তিনি সবসময় হাত বাড়িয়েছেন। সেতু বিপর্যয়ের পর বসন্ত ঘোষণা করেছেন, এই দুর্ঘটনায় যে সব ছেলেমেয়ে তাদের অভিভাবকদের হারিয়েছে, সেই সব অনাথদের দেখাশোনা করার পুরো দায়িত্ব নেবেন তিনি। তাদের নিজের পায়ে দাঁড় করানো পর্যন্ত সব ধরনের সহযোগিতা করে যাবেন। বসন্ত স্পষ্ট জানিয়েছেন, সেতু দুর্ঘটনায় যে সব ছেলেমেয়ে অনাথ হয়ে গিয়েছে তাদের সব দায়িত্ব আমি নেব। এদের শিক্ষা থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব পালন করব। বাৎসল্যধাম নামে গজেরার একটি শিক্ষায়তন রয়েছে। সেখানে শতাধিক অনাথ শিশুকে নিখরচায় পড়ানোর ব্যবস্থা করেছেন বসন্ত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সেই সব শিশুদের সব খরচ বহন করেন তিনি।

Latest article