পাকিস্তানে লাইনচ্যুত ১০টি কামরা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাড়ছে নিহতের সংখ্যা

Must read

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Pakistan Train Accident)। লাইনচ্যুত ১০টি কামরা। মৃতের সংখ্যা বেড়ে ১৮। আহত বহু। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল হাজারা এক্সপ্রেস। সেই সময় ১০টি কামরা উল্টে যায়। এখন পর্যন্ত ৪০ জনের আহত হওয়ার খবর মিলেছে।

ট্রেন (Pakistan Train Accident) দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। পরে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পাকিস্তান রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মহসিন সিয়াল বলেন, এখনও কতগুলি বগি উল্টেছে তিনি জানেন না। রেলের তরফে কোনও তথ্য হাতে এসে পৌঁছয়নি। টালমাটাল পরিস্থিতি পাকিস্তান যোগাযোগও যে সঠিক নেই তা এই মন্তব্য থেকেই স্পষ্ট। কী ভাবে ঘটল দুর্ঘটনা সেবিষয়ে পাক রেলের তরফে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন- নতুন করে অশান্তি মণিপুরে, জ্বলল বহু বাড়ি

Latest article