আফগানিস্তান ও পাকিস্তানে ভূকম্পে মৃত্যু বেড়ে ১৫

Must read

প্রতিবেদন : মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল আফগানিস্তান ও পাকিস্তানে (Earthquake- Afghanistan-Pakistan)। এই ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। যার মধ্যে পাকিস্তানে মৃত্যু হয়েছে ১১ জনের। চারজন মারা গিয়েছেন আফগানিস্তানে।
মঙ্গলবার রাত ১০টা ১৭ মিনিটে আফগানিস্তানে (Earthquake- Afghanistan-Pakistan) প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। এই কম্পনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। সেখানে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কয়েকশো মানুষ। আহতদের অনেকেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। একাধিক ঘরবাড়ি ভেঙে গিয়েছে। ফাটল দেখা দিয়েছে রাস্তায়। আফগানিস্তানেও একই রকম পরিস্থিতি। সেখানেও বহু ঘরবাড়ি মাটিতে মিশে গিয়েছে। রাতের এই ভূমিকম্পে প্রবল আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। বেশিরভাগ মানুষই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান।
গতকালের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে উত্তর ভারতেও। দিল্লি, জম্মু ও কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ও রাজস্থানের বিভিন্ন অংশে মঙ্গলবার রাতে কম্পন অনুভূত হয়। বুধবার দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় একাধিকবার আফটার শকও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.৬। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিন্দুকুশ পার্বত্য এলাকা ছিল কম্পনের উৎসস্থল। কম্পনের কেন্দ্র ছিল ভূগর্ভের প্রায় ১৬০ কিলোমিটার গভীরে। সে কারণেই এত বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পনের তরঙ্গ ছড়িয়েছে। এরই মধ্যে পাকিস্তানের এক সংবাদ পাঠকের ভূমিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভূমিকম্পে কাঁপছে স্টুডিও। বেঁকে গিয়েছে ক্যামেরা। পিছনের দেওয়ালে থাকা টিভিগুলিও কাঁপছিল। এরই মধ্যে অবিচলভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে খবর পাঠ করে চলেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুন: মহাপ্রভু জগন্নাথের মুখমণ্ডলে হল শৃঙ্গার

Latest article